আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরাজীর্ণ স্কুলে ঝুঁকি নিয়ে পাঠদান কুলাউড়ায়

চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, কুলাউড়া (মৌলভীবাজার)

জরাজীর্ণ স্কুলে ঝুঁকি নিয়ে পাঠদান কুলাউড়ায়

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের লংলা নতুন বস্তি জুনিয়র বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্কুলের ডেস্ক ও বেঞ্চ জরাজীর্ণ হয়ে পড়েছে। চট ও সিমেন্টের ব্যাগ দিয়ে ক্লাসের পার্টিশন দেওয়া হয়েছে। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসের ঝড়তুফানে বিদ্যালয়টি ধসে পড়তে পারে। অসংখ্য ছাত্রছাত্রী জরাজীর্ণ থাকার কারণে বিদ্যালয়ে আসতে পারছে না। ফলে অনেক শিক্ষার্থী শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।

এলাকা ঘুরে জানা যায়, উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে পাহাড়ি জনপদের চারটি পঞ্চায়তে বিভক্ত সাত-আট হাজার মানুষের বসবাস লংলা খাস নতুন বস্তি।

বিজ্ঞাপন

এ এলাকায় ১৫-১৬ কিলোমিটারের মধ্যে কোনো হাইস্কুল নেই। অবহেলিত এ এলাকার শত শত শিক্ষার্থী স্কুলে যেতে না পারায় হাইস্কুলের জীবন থেকে ঝরে পড়ছে। এ কথা বিবেচনায় এনে এলাকাবাসী বাঁশের কড়িবরগা দিয়ে ৬৩ ডেসিমেল জায়গার ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করে ২০১৪ সালে । লংলা নতুন বস্তি জুনিয়র বিদ্যালয়টি স্থাপিত করেন। বিদ্যালয় জুনিয়র হলেও দশম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছে। বর্তমানে চারজন শিক্ষক রয়েছেন। ছাত্রছাত্রীর সংখ্যা ১০০ জন। এ বিদ্যালয়ের কোনো ভবন না থাকার কারণে এমপিওভুক্ত হয়নি।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ রমজান আলী আমার দেশকে বলেন, স্কুলের অবস্থা খুবই নাজুক। আমাদের লংলা খাস নতুন বস্তি এলাকায় মেয়ে শিক্ষার্থীরা হাইস্কুলের লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কোনোমতে একটি স্কুল দাঁড় করিয়েছি। একটি স্কুল ভবনের খুবই প্রয়োজন। আমাদের এলাকা খুবই অবহেলিত। বৃষ্টি, ঝড়তুফানের সময় শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। স্কুল ঘরটি বাঁশের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ভেঙে পড়তে পারে।

স্কুল শিক্ষিকা জেসমিন নাহার বলেন, আমি ১০ কিলোমিটার দূর থেকে স্কুলে আসি। বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের শিক্ষা দেই।

প্রধান শিক্ষক সৈয়দ ওয়াহিদুর রহমান আমরুজ বলেন, বিনা বেতনে স্কুলে কাজ করছি।

নিজের এলাকা মনে করে শিক্ষার্থী পড়াচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ বিদ্যালয়ে ক্লাস নিচ্ছি। শিক্ষার্থী যারা আছে তারা পড়াশোনায় খুবই মনোযোগী। এলাকায় অভাবী মানুষ অনেক । তাই দূরবর্তী কোনো জায়গায় তাদের সন্তানদের পড়ালেখার জন্য পাঠাতে পারছেন না। বর্তমানে লংলা নতুন বস্তি জুনিয়র বিদ্যালয়ে একটি স্কুল ভবন হলে অনেক ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে লেখাপড়া করতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন