আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পাবনা
পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু

পাবনায় মদ পানের পর দুই তরুণের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। তবে উভয়ের পরিবার থেকে কেউ এ মৃত্যুর ঘটনায় কোনো তথ্য দিতে বা কথা বলতে রাজি হননি। এমনকি থানা পুলিশেও কোনো অভিযোগ করা হয়নি।

মৃতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)। দুজনই স্থানীয় একটি ব্যান্ড সাউন্ড প্রতিষ্ঠানের সদস্য। একই সঙ্গে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদপান উল্লেখ করা হয়েছে। কোথা থেকে, কীভাবে, কী মদ খেয়ে তারা মারা গেল, তা তদন্তের পর বলা যাবে।

ওসি জানান, একজনের লাশ হিন্দু হওয়ার কারণে সৎকার করেছেন পরিবারের সদস্যরা। অপরজনের লাশ থানায় আনা হয়েছে। তবে এখনো মৃত্যুর বিষয়ে কোনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন বলেন, মৃত্যুর আগে তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে আনা হয়। একজন হাসপাতালে মারা গেলে তার লাশ স্বজনরা নিয়ে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই দুজন একটি অনুষ্ঠান শেষে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্যের অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে গুলি জুলাইযোদ্ধাদের হত্যাযোগ্য করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

এলাকার খবর
খুঁজুন