মাদারীপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০: ১৯

মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে দীপ্তি মণ্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকালে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত দীপ্তি মণ্ডল ওই বাড়ির তাপস মণ্ডলের স্ত্রী। তাপস মণ্ডল মাদারীপুর আদালতে মুহুরি হিসেবে কর্মরত। তিনি নিতাই মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, বিয়ের পর থেকে দীপ্তিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। শনিবার নির্যাতনের পর তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ দীপ্তির পরিবারের। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড— তা নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত