আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাওরের সৌন্দর্য উপভোগ করতে নিকলীতে দর্শনার্থীরা

হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ)
হাওরের সৌন্দর্য উপভোগ করতে নিকলীতে দর্শনার্থীরা

ঈদুল আজহার ছুটিতে হাওরের সৌন্দর্য উপভোগ করতে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঢল নেমেছে দর্শনার্থীদের। তারা ভিড় করছেন পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের বেড়িবাঁধ এলাকায়। বিশাল জলরাশি ও দিগন্ত ছোঁয়া হাওরের অপরুপ দৃশ্য মুগ্ধ করছে সবাইকে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, ঢাকাসহ কিশোরগঞ্জের আশপাশের জেলা-উপজেলা থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের ছুটিতে নিকলী বেড়াতে আসছেন।

গাজীপুরের কাপাসিয়া থেকে মোটরসাইকেলে চড়ে একদিনের ট্যুরে এসেছেন রানা, ফয়সাল, মিজান, সবুজ, জসিম, রনি, কালাম, শফিক, দুরন্ত, পারভেজ, সিয়াম, আবুল।

তারা বলেন, আমরা ১২ জন ছয়টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছি। ঈদের ছুটিতে ইচ্ছে ছিল মিঠামইন যাওয়ার কিন্তু পানি না থাকার কারণে মিঠামইন যেতে পারিনি। তাছাড়া রাস্তায় প্রচুর যানজট ও রাস্তা ভাঙা থাকার কারণে কিছুটা সমস্যা হইলেও উপভোগ করেছি।

এদিকে পর্যটকদের ঘিরে উন্নতি ঘটেছে স্থানীয়দের জীবন ও জীবিকার। কাছুম আলী (৫০) নিকলীর দামপাড়া গ্রামের বাসিন্দা বলেন, এক ফসলি ধানের জমির কাজ ছাড়া আমাদের পুরো বছর তেমন কোনো কাজ নেই। খুব কষ্ট করে চলতে হয়। এই সময়টাতে দেশের নানান প্রান্তের লোকেরা ঘুরতে আসেন। আমরা নৌকা ভাড়া দিয়ে সংসার চালাই।

নিকলী সদরের স্থানীয় বাসিন্দা রাইসুল হাসান বলেন, প্রতি বছর ঈদের ছুটি ও বর্ষাতে নিকলী বেড়িবাঁধে দেশের বিভিন্নস্থান থেকে আসা হাজার হাজার দর্শনার্থী আসেন। এতে স্থানীয় নৌকার মাঝি ও হোটেল-রেস্তোরাঁর মালিকদেরও রুটি-রুজির ব্যবস্থা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কিশোরগঞ্জের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, এদিকে হাওরে নৌ দুর্ঘটনায় পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ফায়ার সার্ভিস। কেউ দুর্ঘটনাকবলিত হলে উদ্ধারে প্রস্তত রয়েছেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন