৭৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮: ০২

নারায়ণগঞ্জের বন্দরের ৭৮ কেজি গাঁজাসহ ইউসুফ(২৬) ও তোফান রানা(২৭) নামের দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন গোপালনগর এলাকার মৃত মো. মোস্তফার ছেলে ইউসুফ ও রংপুরের বদরগঞ্জ থানাধীন মানসিংহপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেছেন।

র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা উভয়ে পেশাদার মাদক ব্যবসায়ী। তারা জব্দকৃত আলামত ৭৮ কেজি গাঁজা একটি বিশেষ কৌশলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লা থেকে এনে বন্দরের মদনপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছিল।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা আরো স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল আনায়ন করে নারায়ণগঞ্জ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিন্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

বন্দর
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত