আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
ছবি: আমার দেশ।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আল আমিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইয়ানূর হোসেন উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

তিনি কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান।

এছাড়াও জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, নিহত ইয়ানুর রহমান কুসুম্বা ইউনিয়ন যুবদলের নেতৃস্থানীয় ছিলেন।

স্থানীয় গ্রামবাসী জানান, মাহফিলের অর্থ আদায় ও আয়-ব্যয়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর হোসেন। হিসাব-নিকাশ সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মোস্তফা নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে গ্রামবাসী ইয়ানূর গ্রুপ ও মোস্তফা গ্রুপে বিভক্ত হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন গভীর রাতে ইয়ানূর তার বন্ধু আল আমিনকে সঙ্গে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচবিবি গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ছুড়ির কোপে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন