আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আ. লীগের উপজেলা সভাপতি হরি চরণ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

আ. লীগের উপজেলা সভাপতি হরি চরণ গ্রেপ্তার

রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’–এর আওতায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী হরি চরণ বর্মন‌ (৬০) কে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত শ্রী হরি চরণ বর্মন বল্লব বিশু গুলশান মোড় এলাকার মৃত দেবেন্দ্র চন্দ্র বর্মন–এর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে শহীদবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...