আগামী প্রজন্মকে বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ ও জ্ঞানী করে গড়ে তুলতে এবং বিশ্ব সাম্রাজ্যে নেত্বত্ব প্রদানে উপযুক্ত ‘ইয়াং লিডার’ বানাতে বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবী ভাষায় দক্ষ বানানোর পরামর্শ দিয়েছেন খ্যাতনামা ইসলামিক স্কলার শায়েখ আব্দুর রহমান মাদানী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খুলনায় অনুষ্ঠিত এক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
শায়েখ আব্দুর রহমান মাদানী লন্ডনের জামিয়াতুল উম্মাহ’র সাবেক চেয়ারম্যান ও অধ্যক্ষ এছাড়াও তিনি কিউএনএস একাডেমি লন্ডনের পরিচালক।
‘প্যারেন্টিং, এডুকেশন এন্ড ফ্যামিলি লার্নিং’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আলবাব একাডেমি। খুলনা বিভাগীয় কমিশনার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- লন্ডন নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুল ইসলাম এবং লেখক ও টুয়েন্টি ওয়ান একাডেমির চেয়ারম্যান জিয়াউল হক।
শায়েখ আব্দুর রহমান মাদানী বলেন, ভালো সন্তান পেতে হলে ভালো মা-বাবা হতে হবে। সুসন্তান গড়ে তুলতে যতোই ব্যস্ততা থাকুক, সন্তানকে সময় দিন। আপনার কোন বদভ্যাস থাকলে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তা ত্যাগ করুন। সন্তানকে মানুষ করতে চাইলে তাকে হালাল উপার্জন থেকে ভক্ষণ করান। নতুবা সন্তানের জন্য যতো যাই করেন, সে মানুষ হবেনা।
তিনি বলেন, জীবনের সাথে ধর্ম অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাস্তিকেরা জীবনে সফলতা পান, কিন্তু তা ধরে রাখতে পারেনা।
সেমিনারের বিশেষ আলোচকরা বলেন, জীবনে সময়ানুবর্তিতার অসীম গুরুত্ব রয়েছে। আর যে কোনো পরিস্থিতিতে মিথ্যাকে পরিত্যাগ করতে হবে। তাহলেই কেবল সফলতা অর্জন সম্ভব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আগামীর প্রজন্মকে যোগ্য ও নেত্বত্ব দানে সক্ষম করে তুলতে আলবাব একাডেমি যুগোপযোগী কোর্স কারিকুলামে শিক্ষার্থীদের পাঠদান করবে।
সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন আলবাব একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ডা. আসাদুল্লাহ হিল গালিব, শিক্ষা ব্যবস্থাপনার প্রধান ডা. রোকনুজ্জামান, একাডেমির অধ্যক্ষ ড. আব্দুল জলিল প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন আলবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম মফিজুল ইসলাম।
সেমিনারে সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

