নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হাবিবুর রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পাইনাদী মধ্যপাড়া এলাকায় রফিক মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আশরাফ উদ্দিন জানান, রফিক মিয়ার বাড়িতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, যেখান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানে একটি বাড়ির হাইভোল্টেজের বৈদ্যুতিক তার কাটা ছিল।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি টেস্টার ও একটি প্লায়ার্স উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইন চুরি করার উদ্দেশ্যে বিচ্ছিন্ন করতে গিয়ে শর্টসার্কিট থেকে তার মৃত্যু হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

