আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিধি ভেঙে আগাম প্রচারণা, ফেনী–৩ আসনে বিএনপি নেতার জরিমানা

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

বিধি ভেঙে আগাম প্রচারণা, ফেনী–৩ আসনে বিএনপি নেতার জরিমানা
ছবি: আমার দেশ।

নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে আগাম প্রচারণা চালানোর অভিযোগে ফেনী ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর ভাই দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আকবর হোসেনের পক্ষে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অর্থ পরিশোধ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু।

বিজ্ঞাপন

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে আগাম প্রচারণায় জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনবিধি লঙ্ঘনের ঘটনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন