আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীতে মিন্টু ও তার ছেলেসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে মিন্টু ও তার ছেলেসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে আব্দুল আওয়াল মিন্টু ও তার ছেলেসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২০ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ফেনী- ১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অ্যাড. এস এম কামাল উদ্দিন। তবে আসন থেকে বেগম খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করা হলেও বিএনপির কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

ফেনী- ২ (ফেনী সদর) আসন থেকে বিএনপি প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ভিপি, জামায়াত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ফেনী- ৩ (দাগনভূঞা, সোনাগাজী) আসন থেকে বিএনপি প্রার্থী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও তার ছোটো ছেলে তাজওয়ার এম আউয়াল (স্বতন্ত্র), এনসিপি প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এ আসনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরার সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে দলীয় প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

তাদের মধ্যে আবদুল আউয়াল মিন্টুর ও তার ছেলের একই আসন থেকে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন আব্দুল আওয়াল মিন্টু হয়ত নির্বাচন করবেন না। সেক্ষেত্রে তার ছেলে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিতে পারেন। আবার কেউ কেউ বলছেন কেন্দ্রে নিজেদের পক্ষে একাধিক এজেন্ট দেওয়ার কৌশল হিসেবে আবদুল আউয়াল মিন্টু ছেলেকে ডামি প্রার্থী করছেন।

প্রসঙ্গত, আবদুল আউয়াল মিন্টুপুত্র তাজওয়ার এম আওয়াল মনোনয়নপত্র সংগ্রহের প্রাথমিক ধাপ হিসেবে ভোটার তালিকার সিডি ক্রয় করলেও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র নিয়ে যাননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন