পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৬: ০৮

মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ সরদার ওরফে লিখন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার লিখন সরদার কালকিনি পৌরসভার দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৮ অক্টোবর লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশ দলের ওপর তিনি ও তার সহযোগীরা আকস্মিক হামলা চালান। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে লিখন সরদারকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত