আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)
গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ ৮ দিন পর ফেরত দিলো বিএসএফ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের ৮ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। শনিবার রাত সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনস্থ জামালপুর বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পতাকা বৈঠকে প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার ও ভারতের ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট নিউউদয় বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অংশ নেয়। এরপরই শান্তর লাশ ফেরত দেওয়া হয়।

নিহত যুবক শান্ত (২৪) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর কাছে ভারতের অভ্যন্তরে ১০ থেকে ১২ জন বাংলাদেশি মাদক চোরাকারবারি মাদক পাচারের উদ্দেশ্যে ভারত প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিএসএফ সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে শান্ত গুরুতর আহত হয়। পরে বিএসএফ গুলিবিদ্ধ শান্তকে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়।

৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শান্তর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন