চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। রোববার আসনটিতে নতুন করে দলের চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে গত নভেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রোববার সন্ধ্যায় বিষয়টি গোলাম আকবর খন্দকার নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাকে রোববার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান গুলশান কার্যালয়ে মনোনয়নের চিঠি হাতে তুলে দেন।
এদিকে এ খবর ছড়িয়ে পড়ায় রাউজানে গোলাম আকবর খন্দকারের অনুসারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

