দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র আসলাম ও সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (রাত) আনুমানিক ৮টার দিকে উপজেলার সেতাবগঞ্জ ধনতলা এলাকার গ্রামে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ একদল লোক প্রথমে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক মেয়র আসলামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। একই সময় সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়ির একটি কক্ষেও অগ্নিসংযোগ করা হয়।
খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পুরো এলাকা ঘিরে রাখে। ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ও বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
অগ্নিকাণ্ডের পর সেতাবগঞ্জ ও কাহারোল ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার আগে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে শরিফ ওসমান হাদীকে ‘জঙ্গি’ বলতে শোনা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন। ভিডিওটি বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, ওই ভিডিওকে কেন্দ্র করেই বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগের ঘটনায় জড়াতে পারে।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বজলুর রশিদ জানান, রাত ৮টা ২০ মিনিটে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণের কাজ শুরু করা হয়। একই সময়ে সাবেক নৌ প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন লাগার সংবাদ পাওয়ায় কাহারোল ফায়ার সার্ভিস ইউনিট সেখানে পাঠানো হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

