শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১০: ৩৭
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১০: ৩৮
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান ঈদের অন্যতম বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করবেন ১৫ বছর আগে বাদ দেওয়া ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। অন্যান্য বছরের চেয়ে এবার মুসল্লি আরো বাড়ছে বলে জানা মুসল্লিরা।

বিজ্ঞাপন

মুসল্লিদের জন্য এ বছর পাঁচ স্তরের নিরাপত্তা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও ঈদের দিন ঈদগাহে আসার প্রতিটি রাস্তায় থাকছে তল্লাশিচৌকি। মোতায়েন করা হয় বিপুলসংখ্যক র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য। সাদাপোশাকে দায়িত্ব পালন করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন। থাকবে সেনাসদস্যদের বিশেষ টহল।

মাঠে নজরদারির জন্য স্থাপন করা হয়েছে ছয়টি পর্যবেক্ষণ টাওয়ার। এ ছাড়া ঈদ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাযুক্ত শক্তিশালী চারটি ড্রোন মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করে। তিনটি আর্চওয়ের ভেতর দিয়ে মেটাল ডিটেক্টরের তল্লাশির মাধ্যমে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত