আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা
টঙ্গীতে গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনি প্রাক প্রস্তুতি সভা।

গাজীপুর-২ আসনে (টঙ্গী পূর্ব, পশ্চিম, গাছা, সদর ও পূবাইলের একাংশ) বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন ৭ মনোনয়ন প্রত্যাশী। বুধবার দুপুরে মধুমিতা রোড এলাকায় একটি কনভেশন সেন্টারে তারা এ একাত্মতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে ও পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, সদর মেট্রো থানা বিএনপির সাবেক আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী গাজী সালাহউদ্দিন, বিএনপি নেতা মেহেদী হাসান এলিস, মাহাবুবুল আলম শুক্কুর, হাসান আজমল ভূঁইয়া, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সুবেল প্রধান, মহানগর যুবদল নেতা ফারহাজ বিন প্রবাল, মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা আজ একাত্মতা পোষণ করেছি ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। কোনোপ্রকার ষড়যন্ত্র আমাদের গাজীপুর- ২ আসনের বিএনপি প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে দাবিয়ে রাখতে পারবে না। যতই ষড়যন্ত্রই হোক কোনো কাজ আসবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন