ঢাকা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হকের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম।
শনিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলা প্রশাসকের কার্যালযয়ে ঢাকা-২-এর মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী কর্নেল আব্দুল হক ঋণখেলাপি হন। পরে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম কর্নেল আব্দুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
জানা যায়, কর্নেল (অব.) আব্দুল হক ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক থাকাকালীন উক্ত প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করেছিলেন বলে জানান ঢাকা জেলা প্রশাসক।
অন্যদিকে ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমান উল্লাহ আমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জহিরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন ঢাকা জেলা প্রশাসক।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

