আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনার আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর জোড়া খুনে জড়িত ২ আসামি গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনার আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর জোড়া খুনে জড়িত ২ আসামি গ্রেপ্তার
ফাইল ছবি

খুলনায় র‌্যাবের অভিযানে আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে আসামি ধরতে গেলে তাদের ওপর হামলা চেষ্টা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আইচগাতির বাসিন্দা ইমরান মুন্সির ছেলে মো. রেজাউল মুন্সী হৃদয় ও একই এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন শেখের ছেলে মো. আলিফ হোসেন নয়ন।

বিজ্ঞাপন

র‌্যাবের মেজর মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সেনেরবাজার এলাকার পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সন্ত্রাসীরা আমাদের দেখতে পেয়ে আক্রমণ করতে আসলে আমরা ফাঁকা গুলি করি। গ্রেপ্তার এড়াতে তারা ঘরের টিন খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, দুই খুনের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে হৃদয় ও নয়নের পরিচয় নিশ্চিত করা গেছে। গুলি করার পর তারা দুইজন রাজন ও রাব্বিকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৭৯ পিস ইয়াবা ট্যাবলেট, একটি খেলনা পিস্তল ও দেশি তৈরি কুড়াল উদ্ধার করা হয়। এর আগে র‌্যাব গত ১৭ ডিসেম্বর আদালত মুখে আলোচিত জোড়া খুনের অন্যতম আসামি মো. ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর দুপুরে একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়া মাত্র খুলনা জেলা ও দায়রা জজ আদালত গেটের সামনে রাজন ও হাসিব নামে দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন