গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা ওমর ফারুকের আম (সার্বিক) বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে শুরায়ে নেজামের আয়োজনে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। এটি আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। বিশ্ব ইজতেমার ৪০ দিন পূর্বে মূলত জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। জোড় ইজতেমায় কেবল তিন চিল্লাধারী বা তদূর্ধ্ব সময় লাগানো দেশ-বিদেশের চিল্লাধারী মুসল্লিরা অংশগ্রহণ করেছেন।
আজ বিশ্ব ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে। জুমার জামাতে ইমামতি করবেন ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ।
বিষয়টি শুরায়ে নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।
এদিকে জোড় ইজতেমাকে কেন্দ্র করে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদ ও আশপাশে অবস্থান নিয়ে ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন এবং মুরুব্বিদের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন।
জোড় ইজতেমার প্রথম দিন যারা বয়ান করলেন : আজ শুক্রবার বাদ ফজর সম্মিলিত মুসল্লিদের উদ্দেশে আম (সাবির্ক) বয়ান করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। কারগুজারি করেন দিল্লির মাওলানা আব্দুর রহমান, বাদ জুমা বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ আছর পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা, বাদ মাগরিব দিল্লির মাওলানা আব্দুর রহমান।
জোড় ইজতেমায় বিদেশি মেহমান : শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড় ইজতেমায় দেশের চিল্লাধারী মুসল্লি ছাড়াও বিশ্বের প্রায় ১৭টি দেশের ৪৩৬ জন বিদেশি মেহমান ময়দান অবস্থান নিয়েছেন। দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই'র তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত পাকিস্তান থেকে ৩০৮ জন, ভারত থেকে ৭০ জন, কিরগিজস্তান থেকে ১০ জন, কানাডা থেকে ৯ জন, মিয়ানমার থেকে ৩ জন, ইয়েমেন থেকে ৪ জন, চীন থেকে ১ জন, সৌদি আরব থেকে ৬ জন, তিউনিসিয়া থেকে ১ জন, যুক্তরাজ্য থেকে ৭ জন, ইটালি থেকে ২ জন, নাইজার থেকে ১ জন, আফগানিস্তান থেকে ৬ জন, আমেরিকা থেকে ১ জন, জার্মানি থেকে ১ জন ও জাপান থেকে একজন মুসল্লি এসে ময়দানে তাদের জন্য নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছেন।
এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় জিএমপির পুলিশের পাশাপাশি দুই প্লাটুন আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন নিয়োজিত রয়েছে।

