আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে দুই নং আইনজীবী ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ককটেলটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে মানিকগঞ্জ শহরের দুই নং আইনজীবী ভবনের সামনে শহীদ রফিক সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এসময় প্রচণ্ড শব্দে ধোঁয়ায় এলাকাটি আচ্ছন্ন হয়ে পড়ে। সড়কে চলাচলরত যানবাহন ও মানুষজন থমকে যায়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন