আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

খুলনা ব্যুরো

নির্বাচনে চরমপন্থিদের অপতৎপরতার আশঙ্কা করছেন গোলাম পরওয়ার

নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী খুলনার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনের ব্যাপারে পুলিশের কঠোর নিরপেক্ষ ভূমিকার আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

এ সময় খুলনার পুলিশ সুপার নিরপেক্ষ পুলিশি আচরণের পাশাপাশি আরপিও অনুসারে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আশ্বাস দেন। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে কোন প্রকার বিশেষ কোন দল বা প্রার্থীর ব্যাপারে নমনীয় থাকা হবে না। বিশেষ করে হিন্দু ভোটারদের কেউ হুমকি দিলে অভিযোগ পাওয়ার সাথে সাথেই হুমকিদাতার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসময় আরও বলেন, নির্বাচনে তিনি চরমপন্থিদের অপতৎরতার আশঙ্কা করছেন। এ বিষয়ে জেলা পুলিশের গোয়েন্দা নজরদারির আহ্বান জানান তিনি।

কেএমপি থেকে ইতোমধ্যে তাকে গানম্যান দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, যেহেতু তিনি তার নির্বাচনি এলাকায় মাঝে-মধ্যে আসছেন সেহেতু কেএমপির বাইরের যে এলাকাগুলোতে তিনি সফর করবেন সেসব স্থানে পুলিশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা দরকার।

নির্বাচনি আচরণবিধি মেনে অন্যান্য দলের প্রার্থীদের প্রচারণাসহ সকল কার্যক্রম পরিচালনা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যেই কোন কোন প্রার্থীর কর্মী-সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছেন। বিশেষ করে ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সমাবেশের পর একটি গোষ্ঠী নানাভাবে হিন্দুদের হুমকি দিচ্ছে এমন অভিযোগ করেন তিনি।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন