
জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল (৩০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য বানিয়াড়ি এলাকার অজয় মণ্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এ কর্মরত ছিলেন।
গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ ছয় মাস আগে শরীয়তপুরে যোগ দেন। কাজের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ায় সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। আগামী শুক্রবার (১৪ নভেম্বর) বাড়ি ফিরে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার কথা ছিল।
কিন্তু সেই বাড়ি আর ফেরা আর হলো না তার। রোববার সন্ধ্যায় মাঠ পর্যায়ের কাজ শেষে অফিসে ফেরার পথে পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুহূর্তেই শুভ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সহকর্মীরা জানান, শুভ ছিলেন বিনয়ী, পরিশ্রমী ও হাসিখুশি মানুষ। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগ দিয়েছিলেন। তিনি ভদ্র ও পরিশ্রমী কর্মী ছিলেন। আগামী সপ্তাহে বিয়ের দিন ঠিক করার কথা ছিল। কিন্তু আজই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শরীয়তপুরজুড়ে এই দুর্ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এক তরুণের বিয়ে প্রস্তুতির আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে।

শরীয়তপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শুভ মণ্ডল (৩০) নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ মণ্ডল পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য বানিয়াড়ি এলাকার অজয় মণ্ডলের ছেলে। তিনি শরীয়তপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এ কর্মরত ছিলেন।
গ্রাম উন্নয়ন কর্ম ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ ছয় মাস আগে শরীয়তপুরে যোগ দেন। কাজের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল হওয়ায় সহকর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। সম্প্রতি তার বিয়ের জন্য কনে দেখা সম্পন্ন হয়। আগামী শুক্রবার (১৪ নভেম্বর) বাড়ি ফিরে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার কথা ছিল।
কিন্তু সেই বাড়ি আর ফেরা আর হলো না তার। রোববার সন্ধ্যায় মাঠ পর্যায়ের কাজ শেষে অফিসে ফেরার পথে পুলিশ সুপারের বাসভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুহূর্তেই শুভ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সহকর্মীরা জানান, শুভ ছিলেন বিনয়ী, পরিশ্রমী ও হাসিখুশি মানুষ। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গ্রাম উন্নয়ন কর্মের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, শুভ ছয় মাস আগে আমাদের এখানে যোগ দিয়েছিলেন। তিনি ভদ্র ও পরিশ্রমী কর্মী ছিলেন। আগামী সপ্তাহে বিয়ের দিন ঠিক করার কথা ছিল। কিন্তু আজই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাই।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শরীয়তপুরজুড়ে এই দুর্ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এক তরুণের বিয়ে প্রস্তুতির আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে।

মুন্নু গ্রুপের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসায় নাশকতা করে ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
নিখোঁজ রিয়ানা বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ছিলেন। বর্তমানে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। কয়েক দিনের ছুটিতে বাংলাদেশে এসে পরিবারসহ সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) ও মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।
২ ঘণ্টা আগে
নিহত রিপন ওই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে এলাকায় এক মাহফিল চলাকালে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
২ ঘণ্টা আগে