জামালপুরের মেলান্দহ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি রেজাউল করিম হীরা (৫২) ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি ঝাউগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) রাতে মেলান্দহ থানা পুলিশের একটি দল ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্নেহাশীষ রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

