
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।
শ্রমিকদের অভিযোগ, রোববার রাতে ডিউটির সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। কিছুক্ষণ পর তিনি কারখানার ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার সকালে সহকর্মীদের কাছে রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দ্রুত মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, গত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাজ করছে।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এর ফলে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে মদনপুর ইউনিয়নের লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রিনা (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলালের মেয়ে।
শ্রমিকদের অভিযোগ, রোববার রাতে ডিউটির সময় রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি ছুটি চাইলে কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। কিছুক্ষণ পর তিনি কারখানার ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার সকালে সহকর্মীদের কাছে রিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে দ্রুত মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা বলেন, গত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার জেরে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাজ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর নাম ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনীত ঘোষণার পর সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে থানা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৭ মিনিট আগে
সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাসহ সিলেট বিভাগের মনোনয়নপ্রাপ্ত সকল প্রার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
৯ মিনিট আগে
বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ মাদারীপুর-১ আসনে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। সোমবার রাত (৩ নভেম্বর) ৭টার দিকে তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় ঢাকা-ভাঙ্গী এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তার কর
১৫ মিনিট আগে
সুন্দরবনে হরিণ শিকারীদের হামলায় সহকারি বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে পর সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় তিন শিকারিকে আটক করেছে বনরক্ষী ও পুলিশ সদস্যরা।
৪২ মিনিট আগে