ঘরে ঘরে এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—এই দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না। মানুষের শরীরে চাবুক মারা যায়, কিন্তু মানুষের মনে নয়। যে মায়ের সন্তানেরা জগদ্দল পাথরের মতো শক্ত ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছে, তারা এখনো জেগে আছে। তারা ঘুমিয়ে পড়েনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন ,“৫ আগস্টের পর যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে মানে না, তাদের দিয়ে কখনোই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকেই বেছে নিতে হবে।”
তিনি বলেন, “আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগমপাড়া নেই। আমাদের একটাই পরিচয়—গর্বের বাংলাদেশ।”
ভোটাধিকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জনগণের ভোটে হাত দিলে বাংলাদেশের যুবকরা সিংহের মতো মাথা উঁচু করে প্রতিরোধে দাঁড়াবে। তখন তাদের আর রুখে রাখা যাবে না। নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী হাসপাতাল আব্দুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

