
ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের গৌরীপুরে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতা সৃষ্টির দায়ে উপজেলা ও পৌর বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
এদিকে রোববার সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার সময় মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালপন্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ (৩০) প্রতিপক্ষের ধাওয়া করলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই গৌরীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা অভিযোগ করে বলেন, হিরণপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আবিদকে হত্যা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম তালুকদার, উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক, যুবদল নেতা মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ ও যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবীর হীরা প্রমুখ।
অপরদিকে মনোনয়নকে কেন্দ্র করে গৌরীপুর শহরের পাটবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সমাবেশের মঞ্চ, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু অভিযোগ করে বলেন, হিরণপন্থীরা তার কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর ও চারজনকে আহত করে। পরবর্তীতে তারা আবারও ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সংঘর্ষের সময় আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন দলের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। রক্তক্ষয়ী এই সংঘর্ষ দলীয় ঐক্যের উপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

ময়মনসিংহের গৌরীপুরে শৃঙ্খলাভঙ্গ ও সহিংসতা সৃষ্টির দায়ে উপজেলা ও পৌর বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান (হিরন), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস এবং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।
এদিকে রোববার সন্ধ্যায় গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের দলীয় মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। সমাবেশ শেষে বাড়ি ফেরার সময় মনোনয়নবঞ্চিত প্রার্থী আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা ইকবালপন্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলার সময় ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ (৩০) প্রতিপক্ষের ধাওয়া করলে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর রাতেই গৌরীপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ইকবালের সমর্থকরা অভিযোগ করে বলেন, হিরণপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আবিদকে হত্যা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহিদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম তালুকদার, উত্তর জেলা যুবদলের সভাপতি মো. শামছুল হক, যুবদল নেতা মো. মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ ও যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান কবীর হীরা প্রমুখ।
অপরদিকে মনোনয়নকে কেন্দ্র করে গৌরীপুর শহরের পাটবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সমাবেশের মঞ্চ, একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও প্রায় ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পু অভিযোগ করে বলেন, হিরণপন্থীরা তার কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর ও চারজনকে আহত করে। পরবর্তীতে তারা আবারও ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে ভাঙচুর চালায়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, “বিএনপির মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, সংঘর্ষের সময় আবিদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন দলের জন্য বড় সংকটে পরিণত হয়েছে। রক্তক্ষয়ী এই সংঘর্ষ দলীয় ঐক্যের উপর গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চাই ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক। একটা ফ্যাসিবাদবিরোধী সংসদ গঠিত হোক। একটা বাংলাদেশপন্থী সংসদ গঠিত হোক। সেটির জন্য যারা নিজেদের বাংলাদেশপন্থী মনে করে থাকেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যকারী ও তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে নোয়াখালী ৫ আসনে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের নির্বাচনি প্রচারণা চালানোর প্রতিবাদে কবিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একটি অংশ।
৩ ঘণ্টা আগে
সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।
৪ ঘণ্টা আগে