নর্থবেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম উদ্বোধন আজ

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১২: ০৫

আখের মূল্য বৃদ্ধি করে আজ শুক্রবার উত্তরবঙ্গের অন্যতম ভারী শিল্প নর্থবেঙ্গল সুগার মিলসের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সুগার মিল সূত্রে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত নর্থবেঙ্গল সুগার মিলসের ক্যাইন ক্যারিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া শেষে কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হবে।

এ মৌসুমে ২ লক্ষ মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬ দশমিক ৫০ চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়। ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে ৯৩তম আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হবে।

আখ মাড়াই মৌসুম শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। মাড়াই মৌসুমে আখের মূল্য কুইন্টালপ্রতি ২৫ টাকা বৃদ্ধি করে ৬০০ টাকা থেকে ৬২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত