আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুরের ডাসারে সামাদ বেপারী (৫২) নামে কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পু‌লিশ জানায়, গ্রেপ্তারকৃত সামাদ বেপারী উপজেলার পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক বেপারীর ছেলে এবং তিনি দীর্ঘদিন যাবত কাজী-বাঁকাই ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাসার উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় কৃষকলীগ নেতা সামাদ বেপারীকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন