চট্টগ্রামের বাঁশখালী উপকূল গন্ডামারায় অবস্থিত ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে আমার দেশ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন একজন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা । তিনি আরো জানান, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) তিন হাজার কোটিরও বেশি টাকা বকেয়া রাখায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপিডিবি বকেয়া টাকা পরিশোধ না করায় এসএস পাওয়ার আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিবে। কেননা, বকেয়ার পরিমাণ বেশি হওয়ার পাশাপাশি কয়লা বুকিং দেয়ার মতও পর্যাপ্ত টাকা বর্তমানে এসএস পাওয়ারের কাছে নেই। এসএস পাওয়ার সুদূর ইন্দোনেশিয়া থেকেই কয়লা আমদানি করে থাকে।
এদিকে চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ চাহিদার পরিমাণ ১৬০০ মেগাওয়াট। তার মধ্যে এসএস পাওয়ার থেকেই সরবরাহ করা হয় ১২২৪ মেগাওয়াট। এস এস পাওয়ার বন্ধ হয়ে গেলে চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসবে এবং দেশ বিরাট ক্ষতির সম্মুখীন হবে।
চীনের সেফকো থ্রির উদ্যোগে পরিচালিত ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি শুরু থেকে নানা ঘটনার জন্মদিলেও এ কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত হওয়ার পর জনগণ-এ থেকে আশার আলো দেখেছিল।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জানুয়ারি বাঁশখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনের সঙ্গে যুক্ত হয়। এরপর গত ২৪ মে থেকে জাতীয় গ্রিড়ে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। দেশের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ও চীনের সেফকো থ্রির মালিকানাধীন ২০১৬ সালে বেসরকারি খাতের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে এস আলম গ্রুপ থেকে এসএস পাওয়ার প্ল্যান্টটি নিজেদের আয়ত্তে নিয়ে আসেন চীনের সেফকো থ্রি কোম্পানি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

