সেই ১৭ বিয়ে করা বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

বরিশাল অফিস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৬

বরিশাল বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ১৭ জন নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি বিভিন্ন প্রলোভন—যেমন বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি, বিমানবালা হওয়ার সুযোগ, বা সম্পত্তি—দিয়ে নারীদের সঙ্গে বিয়ে করেছেন, পরে প্রতারণার মাধ্যমে তাদের শোষণ করেছেন।

বিজ্ঞাপন

মামলাটি বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বপ্রণোদিতভাবে (লাভজনক তথ্যের ভিত্তিতে) দায়ের করেছেন অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। আদালত পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ২০ নভেম্বর।

ভুক্তভোগী নারীরা মানববন্ধনের মাধ্যমে অভিযোগ জানিয়েছে, প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে করা হয়েছে, পরে প্রলোভন বা প্রতিশ্রুতি না মেনে তাদেরকে নির্যাতন এবং তাড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান, কবির হোসেন যে সব এলাকায় চাকরি করেছেন, সেখানে এ ধরনের বিয়ে করেছেন এবং চাকরি পরিবর্তনের পর আর তাদের খোঁজ রাখেননি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত