আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোলায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ভোলা
ভোলায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ পুনর্মিলনীতে শিবিরের সাবেক ও বর্তমান কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেকদের স্মৃতিচারণ ও দিকনির্দেশনায় উচ্ছ্বাসে ভরে ওঠেন নবীনরা।

বিজ্ঞাপন

শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ভোলা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, জেলা সহকারী সেক্রেটারি আব্বাস উদ্দিন, সাবেক জেলা সভাপতি আবু জাফর মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংবাদিক ইউনুছ শরীফ, চরফ্যাশন উপজেলা আমির মীর শরীফ হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট মুহিবুল্লাহ, সাবেক জেলা সভাপতি কাজী শাহে আলম, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, ব্যবসায়ী বোরহান মাহমুদসহ সাবেক-বর্তমান নেতৃবৃন্দ।

আগামীদিনে ভোলায় শিবিরকে সুপ্রতিষ্ঠিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সুপারিশ করেন বক্তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন