ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চারদের টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্র চলছে: হাদি

প্রতিনিধি, ববি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৫৪

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

বিজ্ঞাপন

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তিনখোলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র উপায় লড়াই, লড়াই এবং লড়াই। তবে লড়াইয়ের পূর্বশর্ত হলো জ্ঞান অর্জন। বাংলাদেশের সূচনার ইতিহাস, হাজার বছরের বাঙালি জাতির ইতিহাস জানতে হবে। কেবল হাসিনার তৈরি ন্যারেটিভে সীমাবদ্ধ থাকলে চলবে না।’

শরিফ ওসমান হাদি আরো বলেন, ‘বর্তমান পরিস্থিতি এমন যে সরকার চলছে পিছনের সরকার দিয়ে। এক বছর পার হলেও জুলাই গণহত্যার বিচার হয়নি। আসামিরা জামিনে বের হয়ে ভারতে পালাচ্ছে, আর বিচার প্রত্যাশীরা হাহাকার করছে। আমরা একটি বিপ্লব করতে ব্যর্থ হয়েছি, আসলে সেটি কেবল একটি গণঅভ্যুত্থানেই সীমাবদ্ধ ছিল।’

মিডিয়ার একপেশে আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘গুমের শিকার কিংবা বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের কোনো টক-শোতে ডাকা হয় না। বরং ডাকা হয় সেসব ব্যক্তিকে, যারা সরকারের ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করতে পারে।’

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি জনগণের তৈরি সংবিধান নয়। পশ্চিমাদের অনুসরণে কপি-পেস্ট করা সংবিধান। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংবিধান নিয়ে কখনো গণশুনানি হয়নি। ‘৭২ সালের সংবিধানকেই গত ১৭ বছরে হাসিনা ফ্যাসিস্ট বানিয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে হলে সংবিধান ইস্যুতে নতুনভাবে ভাবতে হবে।’

ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাস উপেক্ষিত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘উর্দু ভাষার বিরুদ্ধে আন্দোলনে আসামের বহু মানুষ জীবন দিয়েছে, অথচ সে ইতিহাস পাঠ্যপুস্তকে নেই। সাংস্কৃতিক বিজয় ছাড়া চূড়ান্ত বিজয় সম্ভব নয়। আমাদের সাংস্কৃতিক বিপ্লব আনতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ আমাদের শেষ মরণ কামড় দিতে আসছে। এই লড়াইয়ে আমরা পরাজিত হলে আমাদের পরিণতি হবে সিপাহী বিপ্লবীদের মতো। আর জয়ী হলে ভারতীয় আধিপত্যবাদকে বিদায় জানাতে পারব।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ এবং কোস্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা এবং শিক্ষার্থীরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত