আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক বসিক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

বরিশাল অফিস
সাবেক বসিক মেয়রসহ ১৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত

ঘুষ ও দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি করপোরেশন (বসিক) থেকে প্রত্যাহার হওয়া সাবেক মেয়র এবং স্বৈরাচার শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ সিটি কর্পোরেশনের ১৯ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে উল্লেখিত কর্মকর্তাদের ব্যক্তিগত নথি এবং সংশ্লিষ্ট তথ্যাদি চেয়ে অভিযুক্ত কর্মকর্তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের নোটিশ প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন বসিকের একাধিক কর্মকর্তা। এছাড়াও দুদকের বরিশাল কার্যালয় থেকেও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশ প্রাপ্তদের মধ্যে রয়েছে- সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা লকিতুল্লাহ, সাবেক সচিব মাছুমা আক্তার, উচ্ছেদ শাখার প্রধান স্বপন কুমার দাস, সার্ভেয়ার তাপস, নাছির, মশিউর, আর্কিটেক্ট সাইদুর, জনসংযোগ কর্মকর্তা রোমেল, সম্পত্তি শাখার ফিরোজ ও মাহবুবুর রহমান শাকিল, প্ল্যান শাখার লোকমান ও কালটু, হিসাবরক্ষন কর্মকর্তা মশিউর রহমান, বাজার সুপারিনটেনডেন্ট নুরুল ইসলাম, ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী এইচএম কামাল ও সাইফুল ইসলাম মুরাদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা রোমেল বলেন, আমি ব্যক্তিগতভাবে দুদকের একটি চিঠি পেয়েছি। দ্রুত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হবে। তবে অন্যদের ব্যাপারে আমি কিছু জানি না।

দুদকের পরিচালক মোজাহার আলী সরদার জানান, সাবেক সিটি মেয়র ও অন্যান্যদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। বর্তমানে প্রাথমিক তথ্য সংগ্রহ চলছে, দুর্নীতির বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন