কর্মশালায় বিভাগীয় পরিচালক

বরিশালে দুটি আধুনিক মৎস্য খামার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে

স্টাফ রিপোর্টার, বরিশাল
প্রকাশ : ২২ মে ২০২৫, ২২: ৫২

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক আলফাজ উদ্দীন শেখ বলেছেন, দ্রুত সময়ের মধ্যে বরিশালে অন্তত দুটি আধুনিক মৎস্য খামার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় এ ঘোষণা দেন।

আলফাজ উদ্দীন বলেন, মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে সারা দেশে ৩১টি সরকারি খামারকে আধুনিক খামারে রূপান্তরিত করা হবে। এসব খামার আধুনিকীকরণ করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ কর্মশালার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নাজমুল হক, মৎস্য অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক এসএম আজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এফএম নাজমুল সালেহীন প্রমুখ।

বিষয়:

বরিশাল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত