উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করলেও জনবল রয়েছে ৩১ শয্যার। চিকিৎসক নার্সসহ ১৫২ পদের বিপরীতে কর্মরত আছেন ৭৪ জন। শূন্য রয়েছে ৭৮ টি পদ। ডেঙ্গু রোগীসহ অতিরিক্ত রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেডের তুলনায় রোগীর ভর্তির সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে বেড আছে ৫০ টি। প্রতিদিন রোগী ভর্তি থাকেন ১৫০ জনের বেশি। বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী সেবা নিতে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। ১৩টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৩৭ জন নার্সের বিপরীতে কর্মরত আছেন ২৪ জন। নার্সের শূন্য পদ রয়েছে ১৩ টি। এছাড়াও বাকী ৯৫টি পদের ৫২টি পদই শূন্য রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেশি। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি ভর্তি রয়েছে। বহির্বিভাগে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। চিকিৎসকদের রুমের সামনে রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগে আক্রান্ত সাব্বির হোসেনের মা শাহানা বেগম জানান,দুইদিন ধরে ছেলের জ্বর। বুধবার হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়। হাসপাতালে কোন বেড খালি না থাকায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী এখানে ভর্তি আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,প্রশান্ত কুমার সাহা বলেন, পটুয়াখালী জেলার ভিতরে মির্জাগঞ্জ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী এ হাসপাতালে ভর্তি থাকেন। হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা তিন গুণ বেশি ভর্তি থাকে। জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করলেও জনবল রয়েছে ৩১ শয্যার। চিকিৎসক নার্সসহ ১৫২ পদের বিপরীতে কর্মরত আছেন ৭৪ জন। শূন্য রয়েছে ৭৮ টি পদ। ডেঙ্গু রোগীসহ অতিরিক্ত রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বেডের তুলনায় রোগীর ভর্তির সংখ্যা বেশি হওয়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে বেড আছে ৫০ টি। প্রতিদিন রোগী ভর্তি থাকেন ১৫০ জনের বেশি। বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগী সেবা নিতে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন ৭ জন। ১৩টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৩৭ জন নার্সের বিপরীতে কর্মরত আছেন ২৪ জন। নার্সের শূন্য পদ রয়েছে ১৩ টি। এছাড়াও বাকী ৯৫টি পদের ৫২টি পদই শূন্য রয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বেশি। বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি ভর্তি রয়েছে। বহির্বিভাগে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। চিকিৎসকদের রুমের সামনে রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগে আক্রান্ত সাব্বির হোসেনের মা শাহানা বেগম জানান,দুইদিন ধরে ছেলের জ্বর। বুধবার হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হয়। হাসপাতালে কোন বেড খালি না থাকায় ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী এখানে ভর্তি আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,প্রশান্ত কুমার সাহা বলেন, পটুয়াখালী জেলার ভিতরে মির্জাগঞ্জ উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী এ হাসপাতালে ভর্তি থাকেন। হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা তিন গুণ বেশি ভর্তি থাকে। জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
জামানকে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি জামিনুর রহমান গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হওয়ায় বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
১ মিনিট আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে রয়েছে। তাই তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।
২ মিনিট আগেশনিবার বিকালে সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তিনি রওনা হন ঢাকার রায়েরবাগের নিজ বাড়ির উদ্দেশে। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগেনওগাঁর ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়বহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
২ ঘণ্টা আগে