নাইক্ষ্যাছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বিজিবির নায়েক আক্তার হোসেন টিপনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের রামু থেকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যাছড়ি সীমান্তবর্তী এলাকায় টহলরত অবস্থায় আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরিত হলে নায়েক আক্তার গুরুতর আহত হন। এতে তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে তাকে কক্সবাজারের রামু সেনানিবাস হাসপাতালে চিকিৎসা দেয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢাকা সিএমএইচের চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারে কেটে ফেলেছেন, তবে বাম পা বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন আহত নায়েক আক্তারের ছেলে জিহাদ হোসেন জিদান।
নায়েক আক্তার হোসেন টিপনের বাড়ি ভোলা জেলার দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে, সরকারি কলেজ এলাকায়। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার আবদুল মান্নানের ছেলে।
ঘটনায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণটি ঘটে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির প্রস্তাবিত টিওবি স্থাপনের স্থান নাইক্ষ্যাছড়ির পেয়ারা বুনিয়া এলাকায়।
চিকিৎসাধীন নায়েক আক্তারের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

