পূজামণ্ডপে বিএনপি নেতা সিদ্দিক উল্লাহর আর্থিক অনুদান

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০২: ৩৮

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ২১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মণ্ডপে পরিদর্শন করে এ আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষে সভায় দিক নির্দেশনা তুলে ধরেন।

সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বিভিন্ন ধর্মের মধ্যে শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস করে বিএনপি, সকল ধর্মের লোকজন বিএনপির সময়ে নিরাপদে থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত