জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবিতে ভোলার বোরহানউদ্দিনে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাসিম গাজী বলেন, খুনি হাসিনা বিক্ষোভকারী জনতার লাশের ওপর দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আমরা হাসিনার ফাঁসির আদেশেই সন্তুষ্ট নই, এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান বলেন, দেশ ও আন্তর্জাতিক কোন ষড়যন্ত্রকে প্রশ্রয় না দিয়ে খুনি হাসিনার ফাঁসি জনতার সম্মুখে বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজম কাজী, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সেলিম ও যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ আলম।

