শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে উল্লাসিত হয়ে মিষ্টি বিতরণকালে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে সংগঠনটির এক নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর মিশুকস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (২৫) জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও আগরপুর গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী মিজানুর রহমান দুলাল হাওলাদারের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সিকদার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় উল্লাসিত হয়ে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ ফকিরের নেতৃত্বে তার সমর্থকরা সোমবার সন্ধ্যার পরে আগরপুর বাজারে মিষ্টি বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শান্ত ইসলাম ও তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের কাউকে দাওয়াত না দেয়ার বিষয়ে জানতে চায়। এনিয়ে দু’গ্রুপের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হামলা ও সংঘর্ষ চলাকালীন পলাশ গ্রুপের সমর্থক ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত রবিউল ইসলামকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পুরো ইউনিয়নজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে বাবুগঞ্জ থানা পুলিশ।

