সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ০১
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২২: ২৯

সাংবিধানিক আদেশ জারি করে চলতি বছরের নভেম্বরেই গণভোট দিকে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম। তিনি বলেছেন, যারা জাতীয় নির্বাচনের সাথে গণভোট চায় এটা তাদের রাজনৈতিক ব্ল্যাকমেইলিং করার একটি অপচেষ্টা। এজন্য নভেম্বরেই গণভোট আয়োজন করতে হবে।

শনিবার বিকালে পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, বাংলাদেশের তিনটি গণভোটের দুটিই বিএনপির আমলে হয়েছে এবং আলাদাভাবেই হয়েছে। জুলাই সনদের খসড়ায় পঁচিশটি দল স্বাক্ষর করে একটি জাতীয় সমঝোতা হয়েছে। অবিলম্বে নভেম্বরেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। তার ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করতে হবে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, নমিনেশন বাণিজ্য, পেশিশক্তি, কালোটাকার ব্যবহার বন্ধ করা এবং পুনঃফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ রুদ্ধ করতে পিআর পদ্বতির কোন কোন বিকল্প নেই। ইতোমধ্যে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি গণদাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন জরিপেও বিষয়টি ওঠে এসেছে। তিনি আরও বলেন, রিপেট্রিয়েশন চুক্তি বলে যেভাবে অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল সেভাবেই শেখ হাসিনাকে ফেরত এনে আইনে সোপর্দ করতে হবে। গুম-খুন-লুটেরা সহযোগীসহ ফ্যাসিস্ট হাসিনার বিচারকে দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাপা ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।

সমাবেশে চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনর সভাপতি এস এম লুৎফুর রহমান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে মুরাদপুর মোড়ে গিয়ে শেষ হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত