সান্ডারল্যান্ডের চমক, ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১: ১৮

২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় চমক সান্ডারল্যান্ড এবার লিগের ম্যাচেও চমক দেখালো। প্রিমিয়ার লিগে আজ শেষ মুহূর্তের গোলে চেলসিকে ২-১ গোলে হারিয়য়ে দুইয়ে উঠল সান্ডারল্যান্ড। অন্য ম্যাচে ব্রাইটনকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রথমে আর্জেন্টাইন উইঙ্গার আলেক্সান্দ্রো গার্নাচোর গোলে এগিয়ে যায় চেলসি। বাকি সময়ে চমক! উইলসন ইসিডোর গোলের পর যোগ করা সময়ে বদলি নামা চেমসডাইন তালবির গোলে উল্লাসে মেতে ওঠে সান্ডারল্যান্ড। ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা আপাতত দুইয়ে আছে।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হয়ে ম্যাচের প্রথমার্ধে দুটি গোল করেন ম্যাথিয়াস কুনহা ও কাসেমিরো। দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন বেউমো। ব্রাইটনের হয়ে গোল দুটি করেন ড্যানি ওয়েলব্যাক ও কস্তুলাস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত