রোহিঙ্গা ক্যাম্পে ভুয়া সেনা সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৭: ৪৫

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে কুতুপালং বাজার থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ইউসুফ আনোয়ার (৩০) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব পাতাবাড়ি এলাকার বাসিন্দা ছলিমুল্লাহর পুত্র।

সূত্রে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিলেন। এ বিষয়ে রোহিঙ্গারা তাকে আটক করে পুলিশকে জানালে তাকে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউনুস জানান, ইউসুফকে বহুবার ক্যাম্পে ঘুরাঘুরি করতে দেখা গিয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দিলেও পরে তা অস্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়ার পর ইউসুফ আনোয়ার স্বীকার করেন যে, তিনি সেনাবাহিনীর (ASU) সদস্য পরিচয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সুবিধা আদায় করছিলেন। তার দেহ তল্লাশি করে একটি কালো ওয়্যারলেস সেট (BAOFENG, Model-uv-82, DUAL-BAND FM TRANSCEIVER), কিছু ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক জানিয়েছেন, ভুয়া সেনাবাহিনী সদস্য পরিচয়দানকারীকে আটক করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, যদি কেউ সেনাবাহিনী বা অন্য কোনো সরকারি সংস্থার সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অবৈধ সুবিধা দাবি করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত