গাজায় গণহত্যা দেখার পরও বিশ্ব বিবেক আজ নিরব

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৯: ২৬
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ২০: ০১

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আজকে পর্যন্ত তিনশ’ পয়ষট্টি কিলোমিটারের একটি ছোট্ট গাজায় নব্বইহাজার টন বোমা নিক্ষেপ করা হয়েছে। এই বোমায় নিষ্পাপ শিশুদের ক্ষতবিক্ষত দেহ আকাশে উড়ে বেড়াচ্ছে। এই দৃশ্যটি দেখার পরও বিশ্ব বিবেক আজ নিরব। জেনেভা কনভেনশন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে বিশ্ব সন্ত্রাসী নেতানিয়াহু আমেরিকার মদদে গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে নগরের আন্দরকিল্লাহ মোড়ে নগর জামায়াত আয়োজিত ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা মুহাম্মদ শাহজাহান আরে বলেন, ইসরায়েলিকে হুশিয়ারি করে বলতে চাই, আজকে থেকে সেখানে হত্যাযজ্ঞ বন্ধ কর। না করেলও দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামক এই অবৈধ রাস্ট্র অস্তিত্ব মুছে ফেলে হবে।

আরব বিশ্বের শাসকদেরকে ধিক্কার জানিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, আপনারা আমেরিকার পদলেহন করার জন্য ফিলিস্তিনির ব্যাপারে অবস্থান পরিস্কার করতে পারনি। এ অবস্থান পরিস্কার না করলে বিশ্বের মুসলিম উম্মাহ আপনাদের বিরুদ্ধে অচিরেইপুষে উঠবে।

নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় ও নগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ, নায়েবে আমীর নজরুল ইসলাম, মো. মাহমুদউল্লাহ, মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং এস এম লুৎফর রহমান প্রমুখ।

এছাড়া চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি রাজনৈতি ও সংগঠন ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

হেফাজতে ইসলাম

সোমবার নগরের ওয়াসা মোড়ে যোহরের নামাযের পর গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম নগর হেফাজতে ইসলাম। এসময় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন

সোমবার দুপুর পৌনে দুটার দিকে কোতোয়ালি থানার কোর্ট হিল আইনজীবী দোয়েল ভবন চত্বরে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশন। এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এডহক সদস্য মো. শামসুল আলম, এড. আব্দুস সাত্তার, এড. শাহাবুদ্দিন এবং এড. কাশেম কামাল

ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ

সোমবার বিকেলে নগরের চেরাগি পাহাড় মোড়ে ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নগর ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত