আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টানা ৮ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণাবড়িয়া)
টানা ৮ দিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। তবে এ সময় যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দরে কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ী সংগঠনকে আমরা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি।

আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ীক কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন