‘চিন্ময়ের সহযোগী’ ডা. কথক দাশের দুদিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ২৯

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে দায়ের করা মামলায় ইসকন সদস্য ডা. কথক দাসের (৪০) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের ফ্যাকো সার্জন হিসেবে কর্মরত।

বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা. কথক দাসকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে রাতে চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত হলে তাকে হস্তান্তর করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ডা. কথক দাস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত