সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি: ড. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ৫৬

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় সংকটময় মুহূর্তে সকল রাজনৈতিক দলের আলোচনায় বসা জরুরি। বিশেষ করে যখন দেশ নির্বাচনমুখী এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল। এই ধরনের আলোচনা গণতন্ত্রের মেরুদণ্ডকে শক্তিশালী করতে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে এবং জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে সাহায্য করে।

বিজ্ঞাপন

বুধবার কুমিল্লার স্থানীয় মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ও ঘোলপাশা ইউনিয়ন নির্বাচনী সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য সমঝোতা, সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আলোচনা ছাড়া সম্ভব নয়। দেশের কঠিন সময়ে সব রাজনৈতিক দল বিজ্ঞতার সাথে ভূমিকা পালন করবে এবং প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের হবে।

উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন,কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার প্রমুখ। এ সময় ঘোলপাশা ও কনকাপৈত ইউনিয়ন নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত