আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম)
চন্দনাইশে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের চন্দনাইশে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মোটরসাইকেলচালক মো. রোমান (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহত আরেক আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত রোমান উপজেলার হাসিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুর সবুরের ছেলে। সে পেশায় সিএনজিচালক। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার এস আই মতিন ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেন। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনাটি নিশ্চিত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন