আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যারা ইসলামের ধ্বংস চায় তারা সফল হবে না: কামালুদ্দিন জাফরী

চট্টগ্রাম ব্যুরো
যারা ইসলামের ধ্বংস চায় তারা সফল হবে না: কামালুদ্দিন জাফরী

আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি ধর্মনিরপেক্ষতার কথা বলে ইসলাম বিরোধীতায় অগ্রগামী ছিল। সকল জায়গায় ইসলামের দাওয়াত ও আহবানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল দলটি। যারা ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করে মহান আল্লাহ তাদেরকে বরদাশত করে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির মাওলানা কামালুদ্দিন জাফরী।

বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ঐতিহাসিক প্যারেড ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম উদ্যোগে আয়োজিত পাঁচদিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিন প্রধান মুফাসসিরের আলোচনায় এই মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আল্লাহ তা’য়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আওয়ামী লীগকে শুধু দুনিয়ায় নয় আখিরাতেও অপকর্মের মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, আজকের মাহফিলে আমার শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা মনে পড়ছে। প্রতিবছর তিনি এই মাঠে আলোচনা করতেন। আমিও কোনো কোনো সময় তার সাথে আলোচনায় অংশ নিয়েছি। আল্লাহতা’য়ালা তাকে এই দাওয়াতের জন্য সর্বোচ্চ মর্যাদা দান করুন। আখেরাতে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন। আমাদেরকে তাঁর মতো ভালো ও দ্বীনের পথে চলার তাওফিক দিন।

মাহফিলে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক, প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কুতুব শরীফ দরবারের প্রধান শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম, বায়তুশ শরফ আর্দশ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অ ন ম ছলিমুল্লাহ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন