সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় বাঁধ কেটে দিলো বন বিভাগ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ১৮

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহিন সংরক্ষিত বনাঞ্চলের ছড়ায় অবৈধভাবে বাঁধ দিয়ে পানি প্রবাহের গতিপথ বন্ধ করে মাছ চাষের অভিযোগে অভিযান চালিয়ে পানি চলাচলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলার হরিণমারা এলাকার খুরুইল্লাঝিরি নামক স্থানে উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের অধীন সংরক্ষিত বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু ব্যক্তি ছড়ার পানি আটকে ‘গোদা’ বা কৃত্রিম বাঁধ তৈরি করে মাছ চাষ করছিলেন। এতে ছড়ার প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং বনাঞ্চলের বাস্তুতন্ত্রে বিরূপ প্রভাব পড়ছিল। বিষয়টি জানার পর দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি, সঙ্গীয় বনকর্মী ও কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বাঁধটি অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করেন।

স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল বন বিভাগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

দোছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, ছড়ার প্রাকৃতিক পানির প্রবাহ ব্যাহত করে মাছ চাষ করাটা বন আইন পরিপন্থি। আমরা গোদা কেটে দিয়েছি। পাশাপাশি, যারা এই কাজের সঙ্গে জড়িত, তাঁদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, সংরক্ষিত বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে আমরা নিয়মিত নজরদারি করছি। কেউ যদি অবৈধভাবে বন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত